নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির করা মামলায় আকাশ টিভির সাংবাদিক আকাশ নিবিড়ের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে জেলগেটে দুই দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে এ আদেশ দেওয়া হয়।
সাইবার সুরক্ষা আইন লঙ্ঘন ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় আকাশকে কারাগার থেকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই এমদাদুল হক। তিনি আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, আকাশসহ মামলার অন্য আসামিরা একটি সংঘবদ্ধ সাইবার অপরাধ চক্রের সদস্য।
রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট জামাল উদ্দিন মারজান রিমান্ডের পক্ষে যুক্তি দেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী শামীম মিয়া রিমান্ড বাতিলের আবেদন করেন।
আদালতের অনুমতি নিয়ে তনি বলেন,
“এই লোকটা আমাকে, আমার ছয় বছরের ছেলেকে, আমার মেয়েকে নিয়ে অশ্লীল ভাষায় পোস্ট করে। আমার ছেলেকে জারজ বলেছে। মেয়েকে দিয়ে দেহ ব্যবসা করাব—এসব বলে। আমার বাসার ঠিকানাও ফাঁস করেছে। এখন কারাগারে থেকেও কিভাবে ফেসবুকে পোস্ট করে? বের হলে আমাকে খেয়ে ফেলবে বলে হুমকি দেয়।”
তিনি আরও বলেন, “২০১৮ সালের ২২ জুন আমাদের বিয়ে হয়। মূল কাবিননামা আমার কাছেই আছে। তবুও আমাকে হেনস্তা করা হচ্ছে কেন? ওর অনেক অনুসারী আছে, এক নারী নেপালেও আছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। সঠিক বিচার চাই।”
শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে আকাশকে জেলগেটে দুই দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
আদালত থেকে কারাগারে নেওয়ার সময় সাংবাদিক আকাশ নিবিড় বলেন,
“তনি অনেক বড় অপরাধী। ওর শাস্তি হওয়া উচিত। আমি প্রমাণ করে ছাড়ব—তনি অপরাধী ও মিথ্যাবাদী। সে নিজেই তার স্বামীকে মারছে।”
গত ২১ নভেম্বর বনানী থানায় আকাশ নিবিড়সহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন তনি। অন্য দুই আসামি হলেন মহয়া খাতুন ওরফে মৌ সুলতানা এবং তানিয়া। ২৬ নভেম্বর রাতেই মগবাজারের মধুবাগ রোড থেকে আকাশকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।
এজাহারে উল্লেখ করা হয়—
এসআর
মন্তব্য করুন: