[email protected] সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
১৭ অগ্রহায়ণ ১৪৩২

দেশের আদালতে এই প্রথম সাজা পেলেন ব্রিটিশ এমপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫ ২:০৯ পিএম

রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে জালিয়াতির মাধ্যমে

নিজের মায়ের জন্য প্লট বরাদ্দ করে দেওয়ার দায়ে শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সঙ্গে এক লাখ টাকা জরিমানা; জরিমানা পরিশোধ না করলে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডের বিধান করা হয়েছে। বাংলাদেশের আদালতে এই প্রথম কোনো ব্রিটিশ এমপি দণ্ডিত হলেন।

সোমবার (১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম রায় ঘোষণা করেন। সকাল সাড়ে ১১টার দিকে রায় পাঠ করা শুরু হয়।

এ মামলায় শেখ রেহানাকে সাত বছর, আর শেখ হাসিনা সহ বাকি ১৫ আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের কারাদণ্ডও ঘোষণা করা হয়।

দুদকের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন প্রসিকিউটর তরিকুল ইসলাম ও মাঈনুল, আর আসামিপক্ষের হয়ে ছিলেন আইনজীবী শাহীনুর রহমানসহ অন্যান্যরা।

মামলার তথ্য অনুযায়ী, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে ১০ কাঠা প্লট গ্রহণের অভিযোগে দুদকের উপপরিচালক সালাহউদ্দিন চলতি বছরের ১৩ জানুয়ারি মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন গত ১০ মার্চ। পরে ৩১ জুলাই আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করে এবং বিচারকাজে মোট ৩২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

এর আগেই, ২৭ নভেম্বর ‘প্লট দুর্নীতি’ সংক্রান্ত অন্য তিন মামলায় শেখ হাসিনাকে সাত বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই মামলার একটিতে তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছর করে দণ্ড দেওয়া হয়।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর