[email protected] বৃহঃস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
২০ অগ্রহায়ণ ১৪৩২

আদালত চত্বরে গুলিতে নিহত ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫ ৩:২০ পিএম

সংগৃহীত ছবি

খুলনায় আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দায়রা জজ আদালতের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাজিরা শেষে মোটরসাইকেলে বের হওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি চালায়। দ্রুতই হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম বলেন, আদালতের সামনে গুলির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। পুলিশ এলাকা ঘিরে রেখেছে; হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে।


এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর