[email protected] বৃহঃস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
১৩ অগ্রহায়ণ ১৪৩২

সাবেক মন্ত্রী ফরহাদ ও তার স্ত্রীর নামে দুর্নীতি মামলার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫ ৮:৪২ পিএম

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও

মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ফরহাদ হোসেন এবং তার স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামের বিরুদ্ধে পৃথক দুটি মামলা অনুমোদন দিয়েছে। মামলাগুলি অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে করা হয়েছে।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন, বুধবার (২৬ নভেম্বর) প্রধান কার্যালয় থেকে মামলা অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই সংস্থার সহকারী পরিচালক খোরশেদ আলম বাদী হয়ে মামলাগুলো দায়ের করবেন।

দুদকের অনুসন্ধান প্রতিবেদন অনুযায়ী, ফরহাদ হোসেন সাধারণ আয়ের বাইরে ১ কোটি ১১ লাখ ৮৬ হাজার ২৫২ টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার ১২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৬ কোটি ৫৪ লাখ টাকা জমা এবং ৬ কোটি ৩৫ লাখ টাকা উত্তোলনের অস্বাভাবিক লেনদেন শনাক্ত হয়েছে। এ অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে প্রথম মামলা অনুমোদন করা হয়েছে।

তাদের বিরুদ্ধে অনুমোদিত দ্বিতীয় মামলায় মোনালিসা ইসলামের নামে ৯৪ লাখ ৫ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। এই মামলায় ফরহাদ হোসনকেও আসামি করা হয়েছে। মামলাগুলো দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী দায়ের করা হবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর