[email protected] মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
১১ অগ্রহায়ণ ১৪৩২

কায়সার কামাল

এই সরকার চট্টগ্রাম বন্দর নিয়ে বিদেশিদের সঙ্গে চুক্তি করতে পারে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫ ৪:১৭ পিএম

জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বর্তমান

অন্তর্বর্তী সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই চট্টগ্রাম বন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কোনো চুক্তি করার এখতিয়ার তাদের নেই। তিনি মনে করেন, এ ধরনের সিদ্ধান্ত দায়িত্বশীল ও নির্বাচিত সরকারের হাতে থাকা উচিত।

মঙ্গলবার হাইকোর্টে চট্টগ্রাম বন্দর সংক্রান্ত রুলের শুনানিতে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন। বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়।

পরে ব্রিফিংয়ে ব্যারিস্টার কায়সার জানান, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল বরাবরই বিদেশি প্রতিষ্ঠানের হাতে বন্দর হস্তান্তরের বিরোধিতা করে এসেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আগের দিন একই কথা বলেছেন—অন্তর্বর্তী সরকারের উচিত নয় এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া।

এদিন নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরকে দেওয়ার প্রক্রিয়া বৈধ কি না—সে বিষয়ে জারি করা রুলের শুনানি সম্পন্ন হয়। উচ্চ আদালত আগামী ৪ ডিসেম্বর এ রুলের রায় ঘোষণা করবে।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামালসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

এর আগে গত ১৩ নভেম্বর অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান—রুলের শুনানি শেষ হওয়ার আগে বিদেশি প্রতিষ্ঠানের কাছে এনসিটি হস্তান্তর করা হবে না। রিটকারী পক্ষও এ আশ্বাসকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে।

গত ৩০ জুলাই হাইকোর্ট প্রশ্ন তোলে—কেন বিদেশি কোম্পানির সঙ্গে এনসিটি হস্তান্তরের প্রক্রিয়াটি আইনবহির্ভূত ঘোষণা করা হবে না। একইসঙ্গে, টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার আগে সুষ্ঠু প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না—তাও জানতে চাওয়া হয় রুলে।

রিটে নৌসচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।
এই রিটটি আসে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে, যেখানে উল্লেখ ছিল—নিউমুরিং টার্মিনালে প্রয়োজনীয় সুবিধা থাকা সত্ত্বেও কেন বিদেশি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হচ্ছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর