নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার শরিয়াহভিত্তিক নিকাহ কনসালট্যান্সি প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’–র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান শুনানি শেষে তার জামিন আবেদন খারিজ করেন।
এর আগে গত রোববার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে স্ত্রী কর্তৃক দায়ের করা মামলার ভিত্তিতে কেরানীগঞ্জের আটিবাজারে নিজ বাসা থেকে কাসেমীকে গ্রেপ্তার করে পুলিশ।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস-দক্ষিণ) তরিকুল ইসলাম জানান, গত শুক্রবার কাসেমীর স্ত্রী কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গ্রেপ্তারের পর তাকে থানা হেফাজতে নিয়ে পরদিন আদালতে পাঠানো হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, কাসেমী এক নারীকে বিয়ে করে কিছুদিন সংসার চালানোর পর তালাক দেন। পরে পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে ৬ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ওই নারীকে তার হেফাজতে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এসআর
মন্তব্য করুন: