দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনকে (ইসি) সর্বাত্মক সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রোববার (২৩ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।
অনুষ্ঠানের শুরুতে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাঁথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্তদের বিভিন্ন অবদানের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়।
সেনাপ্রধান বলেন, “দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ইতোমধ্যেই দায়িত্ব পালন করছে। সামনে নির্বাচন—সে প্রক্রিয়াকে স্বচ্ছ ও সুন্দর রাখতে সরকারকে এবং নির্বাচন কমিশনকে আমরা যথাযথভাবে সহযোগিতা করবো। যাতে দেশ একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন পেতে পারে।”
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের আদর্শ ও দেশপ্রেমকে অনুসরণ করে দেশের স্বার্থে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী।
অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে বিশেষ অবদানের জন্য মোট ৬৪ সেনাসদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।
এর মধ্যে ৯ জনকে সেনাবাহিনী পদক, ১৭ জনকে অসামান্য সেবা পদক এবং ৩৮ সেনাসদস্যকে বিশিষ্ট সেবা পদক দেওয়া হয়।
স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণে প্রতিবছরই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সেনাসদর।
অনুষ্ঠানে উর্ধ্বতন সামরিক কর্মকর্তা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন
এসআর
মন্তব্য করুন: