পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা দুর্নীতি মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের রায় ঘোষণার জন্য আগামী ২৭ নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন আদালত।
রোববার (২৩ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রায়ের দিন ধার্য করেন। এদিন মামলার সব আনুষ্ঠানিক কার্যক্রম শেষে আদালত রায় ঘোষণার এ তারিখ নির্ধারণ করেন।
এসআর
মন্তব্য করুন: