[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলায় ফের সাক্ষ্যগ্রহণ ২৬ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫ ৩:২৭ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের সময় ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় ছয়

মরদেহ পুড়িয়ে ফেলা সহ সাতজনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী এসআই শেখ আবজালুল হকের জেরা সম্পন্ন হয়েছে। এ জেরার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী বুধবার (২৬ নভেম্বর) পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছে।

বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনাল-২-এর বিচারিক প্যানেল—যার নেতৃত্বে ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ—এই দিন ধার্য করেন। প্যানেলের অন্য সদস্য হলেন জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

সকাল সাড়ে ১০টার পরে শুরু হওয়া জেরায় অংশ নেন পলাতক আট আসামির রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এবং গ্রেপ্তার আসামিদের পক্ষের আইনজীবীরা। জেরা শেষ হওয়ার পর ট্রাইব্যুনাল নতুন তারিখ ঘোষণা করে।

মামলার প্রসিকিউশন জানায়, আরও দুই-তিনজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া বাকি রয়েছে। এরপর যুক্তিতর্ক পর্ব শুরু হবে। তাদের ধারণা, আগামী মাসের মাঝামাঝির মধ্যে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হবে।

এর আগে বুধবার এই মামলার ২৩তম সাক্ষী হিসেবে আদালতে উপস্থিত হন এসআই আবজালুল। রাজসাক্ষী হিসেবে সত্য উদঘাটনের দায়িত্ব থাকলেও তার জবানবন্দিতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপিত হয়নি বলে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে। তবে প্রসিকিউশনের দাবি, তিনি রাজসাক্ষী হিসেবে তার জানা সব তথ্যই আদালতে তুলে ধরেছেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর