বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে
‘ভুল ও মানহানিকর’ তথ্য ছড়ানোর অভিযোগে এক কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ–২০২৫ অনুযায়ী মামলা করতে আবেদন করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজীর আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ–সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর এ্যানি এ আবেদন দায়ের করেন। মামলায় কনটেন্ট নির্মাতা শাহিন মাহমুদ (এম.এইচ)-এর নাম উল্লেখ করা হয়েছে এবং তার সঙ্গে আরও একজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করলেও তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত দেয়নি। রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জানান, জবানবন্দি রেকর্ডের পর বিচারক বিষয়টি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।
এজাহারে বলা হয়েছে, ১২ নভেম্বর এক রাজনৈতিক সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান দেশে আলুর ন্যায্যমূল্য পাওয়াকে গণভোটের চেয়ে বেশি জরুরি মন্তব্য করেন। এই বক্তব্যের পর ১৫ নভেম্বর শাহিন মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে দাবি করেন— ৮৮ কোটি টাকা ব্যয় করে বুলেটপ্রুফ গাড়ি না কিনে সেই অর্থ কৃষকদের দিলে আলু–পেঁয়াজের ন্যায্য দাম পেত।
বাদীর দাবি, তারেক রহমান কোনো বুলেটপ্রুফ গাড়ি কেনেননি এবং এই তথ্য পুরোপুরি ভিত্তিহীন। পোস্টটির উদ্দেশ্য ছিল তাকে রাজনৈতিকভাবে হেয় করা এবং তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা।
মামলায় আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ–২০২৫ এর ২৩(২), ২৫(১), ২৭(১) ও ২৭(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: