কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য
কাজী জাফর উল্যাহ এবং তার পরিবারের সদস্যদের আয়কর বিবরণীর কপি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) সরবরাহ করতে নির্দেশ দিয়েছে আদালত। নির্দেশনার আওতায় আছেন—তার স্ত্রী নীলুফার জাফর উল্যাহ, দুই ছেলে কাজী ওমর ফারুক ও কাজী রায়হান জাফর এবং মেয়ে আনুস্কা মেহরীন জাফর।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ সিআইডির আবেদনের শুনানি নিয়ে ঢাকার কর অঞ্চল-৮ এর কাছে এ নথি হস্তান্তরের আদেশ দেন। বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন নিশ্চিত করেছেন।
সিআইডির আবেদনে যে অভিযোগগুলো উল্লেখ ছিল
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের এসআই দীপ্তা রায় আদালতে আবেদনের মাধ্যমে আয়কর নথি চেয়ে জানান—
কাজী জাফর উল্যাহ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রতারণা, জালিয়াতি ও চাঁদাবাজির মাধ্যমে অর্থ উপার্জন করেছেন।
এসব অর্থ মানিলন্ডারিংয়ের মাধ্যমে স্থাবর ও অস্থাবর সম্পদে রূপান্তর হয়েছে।
তাদের বিরুদ্ধে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, যুক্তরাজ্য, দুবাইসহ বিভিন্ন দেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।
তদন্তের স্বার্থে ২০০৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত তাদের আয়কর রিটার্ন, নথি ও সংশ্লিষ্ট কাগজপত্র পাওয়াটা জরুরি বলে সিআইডি আদালতকে জানায়।
গ্রেপ্তার ও বর্তমান অবস্থান
গত বছরের ১৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ সরকারের পতনের পর রাতেই গুলশানের বাসা থেকে কাজী জাফর উল্যাহকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তাকে ভর্তি করা হয়।
চিকিৎসা শেষে ২২ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করা হলে পল্টন থানার একটি মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারেই আছেন।
এসআর
মন্তব্য করুন: