[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

পৃথিবীর যেকোনো আদালতে শেখ হাসিনার একই সাজা হবে : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫ ৫:০৮ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল

ইসলাম বলেছেন যে বাংলাদেশ আন্তর্জাতিক মান বজায় রেখে মানবতাবিরোধী অপরাধের বিচার সফলভাবে সম্পন্ন করেছে।

সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুইজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম জানান, মানবতাবিরোধী অপরাধের মতো জটিল মামলার বিচার করতে বাংলাদেশ আন্তর্জাতিক নিয়ম-কানুন অনুসরণ করেছে এবং উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণ যেকোনো আন্তর্জাতিক আদালতের মানদণ্ডেও গ্রহণযোগ্য হবে। তার মতে, একই প্রমাণ বিশ্বের যেকোনো আদালতে উপস্থাপন করা হলে আসামিদের জন্য একই ধরনের দণ্ডই হতো।

তিনি আরও বলেন, এই রায় কোনো প্রতিশোধ নয়; বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার জাতীয় প্রতিশ্রুতির প্রতিফলন। অপরাধী যত প্রভাবশালীই হোক, আইনের বাইরে কেউ নয়—এই রায় সেই বার্তা আরও জোরালোভাবে তুলে ধরেছে। তিনি দাবি করেন, আন্তর্জাতিক মান বজায় রেখে বিচারকাজ সম্পন্ন করার সক্ষমতা বাংলাদেশ আবারও প্রমাণ করেছে।

চিফ প্রসিকিউটর আরও উল্লেখ করেন, এই রায়ের মাধ্যমে যারা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের মধ্যে সামান্য হলেও স্বস্তি ফিরতে পারে। বিচারহীনতার অতীত থেকে দেশকে মুক্ত করার যে চেষ্টা প্রসিকিউশন করে আসছে, তার সফলতা এ রায়ের মধ্য দিয়েই প্রতিফলিত হবে।

উল্লেখ্য, সোমবার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। একই মামলায় দোষ স্বীকার করে সহযোগিতা করা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর