আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলায় পলাতক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন বলেছেন, বিচার প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে এবং রায়ে তিনি খালাস পেলে তা তাঁর জন্য আনন্দের হবে।
সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
আইনজীবী আমির হোসেন বলেন, ‘আমি আমার মক্কেলের খালাসই চাই, এবং এটা খুব স্বাভাবিক প্রত্যাশা। যে কোনো আইনজীবীই তার মক্কেলের সর্বোত্তম ফলাফল চান।’
শেখ হাসিনার সঙ্গে কোনো ধরনের যোগাযোগের চেষ্টা করেছেন কিনা—এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘না, আমি কোনো যোগাযোগের চেষ্টা করিনি।
আইনগতভাবেও এর সুযোগ নেই। তাঁর দিক থেকেও কোনো যোগাযোগ বা সহায়তা আসেনি। এমনকি প্রচ্ছন্নভাবেও না। আইন অনুসারে এমন সহায়তার বিধান নেই।’
তিনি আরও বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এই মামলায় দায়িত্ব পালন করছি। তাই স্বাভাবিকভাবেই আশা করি আমার মক্কেল খালাস পাবেন। যদি তিনি খালাস পান, আমার চাইতে খুশি আর কেউ হবে না।
এসআর
মন্তব্য করুন: