[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

শেখ হাসিনার রায় ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫ ১২:১৪ পিএম

সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন।

এর মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট অপরাধের প্রথম কোনো মামলার রায় প্রকাশিত হতে যাচ্ছে। মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের সাবেক আইজিপি।

রায়কে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। হাইকোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

দোয়েল চত্বর থেকে শিক্ষাভবন অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে; সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

সুপ্রিম কোর্ট এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। প্রবেশপথে সেনাবাহিনীকে অবস্থান নিতে দেখা গেছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভেতরে ও বাইরে মোতায়েন রয়েছে পুলিশ, র‌্যাব ও অন্যান্য বাহিনীর অতিরিক্ত সদস্য।

এছাড়া রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ, কারওয়ানবাজার রেলক্রসিং, মিরপুর, শাহবাগ, মগবাজার, গাবতলীসহ বিভিন্ন স্থানে পুলিশকে তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে।

তবে সাধারণ মানুষের চলাচলে বড় কোনও ব্যাঘাত দেখা যায়নি। সড়কে আছে স্বাভাবিক যানচাপ; অফিসগামীদের যাতায়াত, গণপরিবহন ও মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে।

পুলিশ জানিয়েছে, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থান বজায় রেখেছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর