[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

মাথা নিচু করে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫ ১০:৪৯ এএম

সংগৃহীত ছবি

জুলাই–আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হিসেবে থাকা পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

মামলায় পলাতক রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাদের অনুপস্থিতিতেই আজ রায় ঘোষণা করা হবে।

সোমবার বেলা ১১টার পর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে সকাল ৯টা ১০ মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে প্রিজনভ্যানে করে মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়। রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়ায় তার শাস্তির বিষয়টি ট্রাইব্যুনালের বিবেচনার ওপর ছেড়ে দিয়েছে প্রসিকিউশন। একই সঙ্গে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ দণ্ডের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

এদিকে রায়কে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় নেওয়া হয়েছে বহিস্তরীয় নিরাপত্তা। পুলিশ, র‌্যাব, এপিবিএন, বিজিবির পাশাপাশি দায়িত্ব পালন করছে সেনাবাহিনীও। সক্রিয় রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। নিরাপত্তার অংশ হিসেবে রোববার সন্ধ্যার পর দোয়েল চত্বর থেকে শিক্ষাভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে, সীমিত করা হয়েছে জনসাধারণের চলাচল।

গত ১৩ নভেম্বর রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করা হয়। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন একই প্যানেল দিনটি ঠিক করেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর