মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আগামীকাল সোমবার ঘোষণা করা হবে।
এ রায় যা-ই হোক, তা কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, রায়কে কেন্দ্র করে দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।
রোববার দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব জানান। কুয়াকাটা সফর শেষে তিনি দুপুরে বরিশালে পৌঁছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
“আসন্ন জাতীয় নির্বাচন ফ্রি, ফেয়ার ও উৎসবমুখর করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, তখন কেউ আর তা থামাতে পারবে না।”
তিনি আরও বলেন,
“দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো বা খুব খারাপ—এমনটি বলবো না। তবে সামগ্রিক অবস্থা সন্তোষজনক। সম্প্রতি কিছু স্থানে অস্থিরতার ঘটনা ঘটেছে, কিন্তু সবার সহযোগিতায় তা মোকাবিলা করা সম্ভব হয়েছে।
নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে বিএম কলেজ শিক্ষার্থীদের হামলার সময় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন,
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলমসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: