[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

ঢাকাসহ চার জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫ ৩:০৫ পিএম

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকাসহ চার জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর—এই চার জেলায় সার্বিক নিরাপত্তা জোরদার করতে মাঠে দায়িত্ব পালন করছে বিজিবি। সাম্প্রতিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবিও টহল ও নজরদারি বাড়িয়েছে।

গত এক সপ্তাহে রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

পাশাপাশি বিভিন্ন মহাসড়ক ও নগরীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মাঠপর্যায়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর