[email protected] রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
২ অগ্রহায়ণ ১৪৩২

বদলে গেল পুলিশের পোশাক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫ ১:১৬ এএম

পুলিশের নতুন পোশাক

দেশজুড়ে বদলে গেছে পুলিশের পোশাক।

শনিবার থেকে ডিএমপিসহ সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিট ‘আয়রন গ্রে’ রঙের নতুন ইউনিফর্ম পরা শুরু করেছে। তবে জেলা ও রেঞ্জ পুলিশের কাছে এখনও নতুন পোশাক পৌঁছেনি; পর্যায়ক্রমে সেখানেও বিতরণ করা হবে।

এতদিন ব্যবহৃত গাঢ় নীল–সবুজ রঙের স্থলে এখন থেকে রেঞ্জ ও মেট্রোপলিটনের সদস্যরা পরবেন এই নতুন রঙের ইউনিফর্ম।

নতুন পোশাকের রঙ নিয়ে পুলিশের বড় অংশ সন্তুষ্ট নন বলে জানা গেছে। বিভিন্ন বৈঠকেও তারা এ অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন। পুলিশের ডিসি পদমর্যাদার এক কর্মকর্তা বলেন, “শুধু পোশাক বদলালে পুলিশের গুণগত পরিবর্তন আসবে না; জনস্বার্থে অভ্যন্তরীণ সংস্কার জরুরি।”

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি এএইচএম শাহাদাত হোসাইন বলেন, মহানগর ইউনিটগুলোতে পোশাক বিতরণ সম্পন্ন হয়েছে। জেলা ও রেঞ্জে পর্যায়ক্রমে দেওয়া হবে। তিনি জানান, এপিবিএন ও এসপিবিএন আগের পোশাকেই থাকবে।

ঊর্ধ্বতন সূত্র জানায়, পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ ও নৌ পুলিশও নতুন পোশাক পরবে। তবে এপিবিএন ও এসপিবিএন আগের ইউনিফর্ম বজায় রাখবে।

২০০৪ সালের পর এবারই প্রথম বদলে গেল পুলিশের পোশাক। বর্তমানে বছরে পাঁচ সেট পোশাক পান সদস্যরা—গরমে তিন সেট, শীতে দুই সেট।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে পুলিশের ভূমিকাকে কেন্দ্র করে বাহিনীর কাঠামোগত সংস্কার ও ইউনিফর্ম পরিবর্তনের দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার নতুন পোশাক অনুমোদন করে।

পরে আন্তর্জাতিক উদাহরণ বিশ্লেষণ করে গঠিত কমিটি পাঁচটি রঙের মধ্য থেকে চূড়ান্ত করে ‘আয়রন গ্রে’ রঙ। পাশাপাশি লোগোতেও পরিবর্তন আনা হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, কনস্টেবল থেকে এসআই পর্যায়ে ২৫ শতাংশ এবং পরিদর্শক থেকে অতিরিক্ত উপকমিশনার পর্যায়ে ৫০ শতাংশ কর্মকর্তা নতুন পোশাক পেয়েছেন। ডিএমপির মুখপাত্র ডিএসপি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, সব মহানগরে নতুন পোশাক চালু হয়েছে। দ্রুতই সব সদস্য তা পাবেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর