[email protected] শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
১ অগ্রহায়ণ ১৪৩২

হাতিরঝিলে হিরো আলম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫ ৩:৩১ পিএম

সংগৃহীত ছবি

আলোচিত কন্টেন্ট নির্মাতা আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে হাতিরঝিল থানা পুলিশ তাকে আটক করে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ।

এর আগে গত বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই নির্দেশনার ভিত্তিতেই আজ তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

হাতিরঝিল থানায় হিরো আলমের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করেন তার স্ত্রী রিয়া মনি। মামলায় তার সঙ্গে আরেকজন—আহসান হাবিব সেলিম—কে আসামি করা হয়েছে। সেলিমের বিরুদ্ধেও একইভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করে নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছিলেন না। এ কারণে তাদের জামিন বাতিলের আবেদন করা হলে শুনানি শেষে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ মূল আসামি হিরো আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, হিরো আলম ও রিয়া মনির মধ্যে সাম্প্রতিক সময়ে মনোমালিন্য দেখা দেয়, যার পরিপ্রেক্ষিতে হিরো আলম রিয়া মনিকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। পরে ২১ জুন হাতিরঝিল এলাকার একটি বাসায় দুই পক্ষকে ডেকে মীমাংসার উদ্যোগ নেওয়া হলে হিরো আলমসহ ১০–১২ জন অজ্ঞাতনামা ব্যক্তি রিয়া মনি ও তার পরিবারের সদস্যদের গালাগাল করেন। অভিযোগ রয়েছে, পরবর্তীতে তারা রিয়া মনির বর্তমান বাসায় ঢুকে কাঠের লাঠি দিয়ে তাকে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন এবং তার গলায় থাকা দেড় ভরি স্বর্ণের চেইন নিয়ে যান।

ঘটনার পর ২৩ জুন রিয়া মনি হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর