[email protected] বৃহঃস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
২৮ কার্তিক ১৪৩২

ইভ্যালির রাসেল-শামীমার ৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫ ১১:৩০ পিএম

প্রতারণার এক মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি লিমিটেডের

ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন তাদের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত না থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

আদালতের বেঞ্চ সহকারী নাজমুল ইসলাম তালুকদার জানান, মামলাটি করেছিলেন সাদিকুর রায়হান নামে এক ব্যক্তি।

অভিযোগপত্রে বলা হয়, ইভ্যালি প্রতারণার উদ্দেশ্যে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করেছিল। ২০২১ সালের ২০ মার্চ বাদী তিনটি মোটরসাইকেল অর্ডার দেন, কিন্তু নির্ধারিত সময়েও তা সরবরাহ করা হয়নি। পরে কোম্পানির পক্ষ থেকে দুটি ব্যাংক চেক দেওয়া হয়, তবে ২০২২ সালের ১২ এপ্রিল চেক নগদায়ন করতে গেলে তা অপর্যাপ্ত তহবিলের কারণে ফেরত আসে।

ঘটনার পর ২০২৩ সালের ২৬ নভেম্বর বাদী প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর