স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী ১৩ নভেম্বরকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান নিয়েছে।
রাজধানীসহ সারা দেশে প্যাট্রোলিং ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেপিআই এলাকাগুলোতে বিশেষ সতর্কতা এবং রাস্তার পাশে খোলা তেল বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না। সন্দেহভাজন কাউকে দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে অনুরোধ করছি। আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে, তাই পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা করি।”
তিনি জানান, নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক পর্যায়ে রয়েছে। সব বাহিনী তাদের প্রশিক্ষণের শেষ ধাপে আছে এবং অচিরেই মহড়া অনুষ্ঠিত হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান আরও জোরদার করা হবে। এখনও কিছু অস্ত্র বাইরে রয়েছে, দ্রুত উদ্ধারই এখন লক্ষ্য।”
মাদক নিয়ে তিনি বলেন, “আরাকান সীমান্ত দিয়ে মাদকের প্রবাহ কিছুটা কমেছে, তবে এখনো তা উদ্বেগমুক্ত নয়। সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে।
এসআর
মন্তব্য করুন: