[email protected] রবিবার, ৯ নভেম্বর ২০২৫
২৫ কার্তিক ১৪৩২

দেশজুড়ে ইসির ২৩ কর্মকর্তা বদলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫ ১০:৪৯ পিএম

সংগৃহীত ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে রদবদল শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এর অংশ হিসেবে উপজেলা পর্যায়ে কর্মরত ২৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান।

প্রজ্ঞাপনে জানানো হয়, বদলির মধ্যে ২১ জন নির্বাচন কর্মকর্তা ও দুজন উপজেলা নির্বাচন কর্মকর্তা রয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের বিভিন্ন উপজেলায় পুনরায় পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার পরিকল্পনা করছে ইসি, আর ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণের প্রস্তুতি চলছে। নির্বাচনী কার্যক্রম নির্বিঘ্ন রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তা বদলি ও পুনর্বিন্যাসের কাজ চলমান রয়েছে। এর আগে ইতিমধ্যে শতাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর