আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে রদবদল শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এর অংশ হিসেবে উপজেলা পর্যায়ে কর্মরত ২৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান।
প্রজ্ঞাপনে জানানো হয়, বদলির মধ্যে ২১ জন নির্বাচন কর্মকর্তা ও দুজন উপজেলা নির্বাচন কর্মকর্তা রয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের বিভিন্ন উপজেলায় পুনরায় পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার পরিকল্পনা করছে ইসি, আর ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণের প্রস্তুতি চলছে। নির্বাচনী কার্যক্রম নির্বিঘ্ন রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তা বদলি ও পুনর্বিন্যাসের কাজ চলমান রয়েছে। এর আগে ইতিমধ্যে শতাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: