[email protected] বৃহঃস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
২২ কার্তিক ১৪৩২

ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিল ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫ ১:৫২ এএম

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

দাবি ও আপত্তি নিষ্পত্তির পর আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

নতুন ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্ত করার সুযোগ আর না থাকলেও ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ রেখেছে কমিশন।

ইসির নির্দেশনা অনুযায়ী, ১০ নভেম্বরের মধ্যে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে। সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কর্মকর্তাদের ১৭ নভেম্বরের মধ্যে এসব আবেদন অনুমোদন বা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি সকল উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এর অনুলিপি ইসি সচিবালয়সহ মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছেও পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর সংক্রান্ত আবেদন গ্রহণ ও নিষ্পত্তির বিস্তারিত সময়সূচি কমিশন অনুমোদন দিয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, ভোটার এলাকা পরিবর্তন করতে হলে ফরম-১৩ পূরণ করে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে।

এছাড়া, প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন সংক্রান্ত আবেদনের নিষ্পত্তির জন্য মাঠপর্যায়ে আরেকটি নির্দেশনা পাঠিয়েছে ইসি। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, প্রবাসীদের ভোটার নিবন্ধনের আবেদন ৬ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, যেসব প্রবাসী নাগরিকের বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন হয়েছে, তাদের আবেদন সিএমএস পোর্টালের অনলাইন অ্যাপ্লিকেশনের এনআরবি মেনুতে পাওয়া যাবে। উপজেলা/থানা রেজিস্ট্রেশন কর্মকর্তাদের এসব আবেদন যাচাই করে সরেজমিন তদন্ত সম্পন্ন করতে হবে।

৩১ অক্টোবর পর্যন্ত প্রবাসী নাগরিকদের জমা দেওয়া আবেদনগুলোর তদন্ত প্রতিবেদন ৬ নভেম্বরের মধ্যে পাঠাতে হবে। তবে ১ সেপ্টেম্বরের পর জমা দেওয়া কোনো আবেদনে প্রয়োজনীয় ডকুমেন্ট না থাকলে তা ‘ডকুমেন্ট সংযুক্ত নেই’ হিসেবে চিহ্নিত করতে হবে। পরবর্তীতে ডকুমেন্ট যুক্ত হলে পুনরায় তদন্ত করা যাবে।

ইসি সূত্রে জানা গেছে, ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা এবং আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে কমিশনের।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর