[email protected] বুধবার, ৫ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২

হাইকোর্টের বিচারপতি খুরশীদ আলম সরকার পদ থেকে অপসারিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫ ৭:৪৬ পিএম

সংগৃহীত ছবি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারকে তার দায়িত্ব পালনে অযোগ্য বিবেচনা করে পদ থেকে অপসারণ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (৫ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে,

“সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্তে প্রমাণিত হয়েছে যে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার তার দায়িত্ব যথাযথভাবে পালনে অযোগ্য হয়ে পড়েছেন। তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পুনর্বহালকৃত অনুচ্ছেদ ৯৬(৬)-এর বিধান অনুযায়ী রাষ্ট্রপতি তাকে ৫ নভেম্বর ২০২৫ তারিখে পদ থেকে অপসারণ করেছেন।”

২০২৪ সালের ১৬ অক্টোবর অভিযোগের ভিত্তিতে হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতির বেঞ্চ দায়িত্ব স্থগিত করেছিলেন প্রধান বিচারপতি। বিচারপতি খুরশীদ আলম ছিলেন ওই তালিকায় অন্তর্ভুক্তদের একজন। পরবর্তীতে তদন্ত ও অন্যান্য প্রক্রিয়া শেষে ৯ জন বিচারপতিকে ওই তালিকা থেকে বাদ দেওয়া হয়, আর বাকি তিনজনের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তদন্ত এখনো চলমান।

এর আগে, ২০২৪ সালের ১৫ অক্টোবর রাতে রাজনৈতিক পটপরিবর্তনের পর ‘দলবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের দোসর বিচারকদের’ পদত্যাগের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে হাইকোর্ট ঘেরাওয়ের ঘোষণা দেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। পরদিন (১৬ অক্টোবর) শিক্ষার্থীরা বিক্ষোভ নিয়ে হাইকোর্ট চত্বরে প্রবেশ করে একই দাবি জানায়।

এই পরিস্থিতিতে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন বেশ কয়েকজন বিচারপতি। পরবর্তীতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল শিক্ষার্থীদের উদ্দেশে জানান যে, বিচারপতিদের নিয়োগ ও অপসারণ রাষ্ট্রপতির এখতিয়ারভুক্ত বিষয়, এবং আপাতত ১২ বিচারপতিকে কোনো বেঞ্চ দায়িত্ব দেওয়া হচ্ছে না।

উল্লেখ্য, ওই ১২ বিচারপতির মধ্যে বিচারপতি মো. আখতারুজ্জামান ৩১ অক্টোবর রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। এর আগে বিচারপতি শাহেদ নূরউদ্দিন ৩০ জানুয়ারি পদত্যাগ করেন। অন্যদিকে বিচারপতি মো. আমিনুল ইসলাম ও এসএম মাসুদ হোসেন দোলন স্থায়ী নিয়োগ পাননি, বিচারপতি মো. আতাউর রহমান খান ও আশীষ রঞ্জন দাস অবসর গ্রহণ করেছেন।

এর আগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পূর্ণাঙ্গ তদন্ত শেষে রাষ্ট্রপতি বিচারপতি খিজির হায়াতকে (১৮ মার্চ) এবং বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে (২১ মে) পদ থেকে অপসারণ করেন। সর্বশেষ আজ (৫ নভেম্বর) বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারকেও হাইকোর্টের বিচারপতির পদ থেকে অপসারণ করা হলো।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর