[email protected] বুধবার, ৫ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২

পদত্যাগ করে নির্বাচনে যাচ্ছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫ ৪:০৫ পিএম

সংগৃহীত ছবি

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বুধবার নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব, ভোট করব।’

জানা গেছে, তিনি জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ঝিনাইদহ-১ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন চাইবেন। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল সংক্রান্ত আপিলের শুনানি শেষে তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি নমিনেশন চেয়েছি এবং আশাবাদী যে, সেটি পাব।’

রাজনৈতিক পরিবর্তনের পর গত বছরের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এর আগে তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর