[email protected] বুধবার, ৫ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২

নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্থিতিশীল হবে: সেনাসদর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫ ৩:৫৭ পিএম

সংগৃহীত ছবি

দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের নির্ধারিত রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক।

নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও জোরদার হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন সেনা সদর দপ্তর।

বুধবার (৫ নভেম্বর) ঢাকার সেনানিবাসে অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।

তিনি বলেন, “সরকার এখন পর্যন্ত নির্বাচনের যে রূপরেখা দিয়েছে, তার ভিত্তিতেই সেনাবাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। আমাদের চলমান প্রশিক্ষণ কার্যক্রমে নির্বাচনের সময় করণীয় বিষয়গুলোকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।”

লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান আরও বলেন, “গত ১৫ মাস ধরে সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সহায়তায় মাঠে রয়েছে। এটি সহজ পরিস্থিতি ছিল না; অত্যন্ত চ্যালেঞ্জিং সময় পার করতে হয়েছে।

আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক, যেন সেনাবাহিনী দ্রুত সেনানিবাসে ফিরে গিয়ে পূর্ণমাত্রায় প্রশিক্ষণ কার্যক্রমে মনোযোগ দিতে পারে।”

তিনি জানান, দীর্ঘদিন মাঠে থাকার কারণে কিছু প্রশিক্ষণ কার্যক্রম বিঘ্নিত হলেও সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর