[email protected] সোমবার, ৩ নভেম্বর ২০২৫
১৯ কার্তিক ১৪৩২

হাসিনা–রেহানাসহ পরিবারের বিরুদ্ধে তিন মামলায় আরও ১১ জনের সাক্ষ্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫ ৬:১৮ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি প্লট বরাদ্দে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন মামলায় আরও ১১ জন সাক্ষ্য দিয়েছেন।

এ নিয়ে মামলাগুলোতে মোট ৬৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।

মামলাগুলোতে অভিযুক্তদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, মেয়ে আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক।

রোববার (২ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে তিনটি মামলায় পৃথকভাবে সাক্ষ্য দেন ১১ জন। এরপর আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ আগামী ৯ নভেম্বর নির্ধারণ করেন।

প্রথম মামলা: শেখ হাসিনা ও শেখ রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে

এই মামলায় তিনজন সাক্ষ্য দেন—

  • প্রধান উপদেষ্টার কার্যালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ ওসমান গণি,
  • মোটর ক্লিনার উজ্জ্বল হোসেন, এবং
  • গাজীপুরের কালিগঞ্জের সাবেক সাব-রেজিস্ট্রার জাহিদুর রহমান।

দ্বিতীয় মামলা: আজমিনা সিদ্দিক ও শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে

এই মামলায় চারজন সাক্ষ্য দেন—

  • মোহাম্মদ ওসমান গণি,
  • জাহিদুর রহমান,
  • কর আইনজীবী হানিফ দিহিদার, এবং
  • কর অঞ্চল-১০ এর অফিস সহায়ক আবদুর রহিম।

তৃতীয় মামলা: রাদওয়ান মুজিব সিদ্দিক ও শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে

এ মামলায় সাক্ষ্য দেন—

  • মোহাম্মদ ওসমান গণি,
  • উজ্জ্বল হোসেন,
  • গুলশানের সাবেক সাব-রেজিস্ট্রার রফিকুল ইসলাম, এবং
  • জাহিদুর রহমান।

আদালতের পেশকার বেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে চলতি বছরের ১৩ জানুয়ারি মামলা করেন দুদকের উপপরিচালক সালাহউদ্দিন। এতে শেখ হাসিনা ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৫ জনকে আসামি করা হয়।

তদন্ত শেষে ১০ মার্চ দুদকের তদন্ত কর্মকর্তা আফনান জান্নাত কেয়া আরও দুইজনকে যুক্ত করে মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

এই মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন—

  • গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার,
  • সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার,
  • অতিরিক্ত সচিব অলিউল্লাহ,
  • সচিব কাজী ওয়াছি উদ্দিন,
  • রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম,
  • অবসরপ্রাপ্ত মেজর (ইঞ্জিনিয়ার) সামসুদ্দীন আহমদ চৌধুরী,
  • সাবেক পরিচালক নুরুল ইসলাম,
  • উপ-পরিচালক নায়েব আলী শরীফ,
  • সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন, এবং
  • সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

একইভাবে আজমিনা সিদ্দিকও ১০ কাঠা প্লট বরাদ্দ নেন। তার বিরুদ্ধেও একই অভিযোগে ১৩ জানুয়ারি মামলা করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। তদন্ত শেষে ১০ মার্চ এই মামলায়ও ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর