[email protected] রবিবার, ২ নভেম্বর ২০২৫
১৭ কার্তিক ১৪৩২

১০ মাসে ঢাকায় ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার প্রায় ৩ হাজার আওয়ামী লীগ নেতা–কর্মী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫ ৩:০১ এএম

সংগৃহীত ছবি

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত রাজধানীতে বিভিন্ন ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান

ওইদিন রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল থেকে ৪৬ জনকে গ্রেপ্তারের পর এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তালেবুর রহমান জানান, এ বছর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ঝটিকা মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শুক্রবার গ্রেপ্তার ৪৬ জনের মধ্যে—শেরেবাংলা নগর এলাকা থেকে ১৮ জন, বিজয়নগর থেকে ১৩ জন, খিলক্ষেত থেকে ৪ জন, উত্তরা ৯ নম্বর সেক্টর থেকে ২ জন, বাড্ডা, বনানী ও তেজগাঁও এলাকা থেকে ৩ জন করে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকার বাইরে থেকে কিছু ব্যক্তি টাকার বিনিময়ে এসব ঝটিকা মিছিলে অংশ নিচ্ছেন। আর্থিক সহায়তাকারীদেরও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

ডিএমপির এই কর্মকর্তা জানান, রাজধানীতে আতঙ্ক সৃষ্টি ও উপস্থিতি জানান দিতে এসব মিছিলের আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক তৎপরতা বাড়তে পারে, তবে নাগরিকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।”

শুক্রবার গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক নেতা–কর্মী এবং আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন সদস্য। তাঁদের বিরুদ্ধে পৃথক থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর