[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৫ কার্তিক ১৪৩২

এনসিপিকে নতুন প্রতীক, এ সপ্তাহেই গণবিজ্ঞপ্তি দেবে ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫ ৪:২৮ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নতুন প্রতীক বরাদ্দ দিয়ে চলতি সপ্তাহের মধ্যেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, কমিশনের অবস্থান স্পষ্ট। নিবন্ধনযোগ্য রাজনৈতিক দলগুলোর তালিকা প্রকাশের সময়ই প্রতীক বরাদ্দ সংক্রান্ত গণবিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে।

শাপলা প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, এই বিষয়ে কমিশন ইতোমধ্যেই তাদের অবস্থান জানিয়েছে।

এখন পর্যন্ত কোনো বিকল্প প্রস্তাব আসেনি। তাই কমিশনের আগের সিদ্ধান্তই বহাল রয়েছে।

কমিশন নিজস্ব বিবেচনায় প্রতীক নির্ধারণ করে এ সপ্তাহের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করবে।

গণভোট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব আরও বলেন, “নির্বাচন কমিশনে এখন পর্যন্ত কোনো গণভোট সংক্রান্ত তথ্য আসেনি।

তাই অনুমাননির্ভর কোনো মন্তব্য করা ঠিক হবে না। বিষয়টি আনুষ্ঠানিকভাবে কমিশনে এলে তখনই কিছু বলা যাবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর