স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশের ভূমিকা সর্বাগ্রে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, “দেশের জনগণ, রাজনৈতিক দল ও আন্তর্জাতিক মহলের প্রত্যাশা—একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সেই প্রত্যাশা পূরণের সবচেয়ে বড় দায়িত্ব বর্তেছে বাংলাদেশ পুলিশের ওপর।
আমরা আশা করি, পুলিশ এমন একটি মানদণ্ড স্থাপন করবে যা দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিসরেও প্রশংসিত হবে।
সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পুলিশ হেডকোয়ার্টারের ‘হল অব প্রাইড’-এ বাংলাদেশ পুলিশের বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএম।
সিআইএসসিও ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলার পুলিশ সুপাররা সভায় যুক্ত ছিলেন।
এছাড়া পুলিশ হেডকোয়ার্টারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: