দেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর সদর উপজেলা শাখার উদ্যোগে ৭ নম্বর শংকরপাশা ইউনিয়নের চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মাসুদ সাঈদী বলেন, “বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেখা গেছে, যে-ই ক্ষমতায় এসেছে, কোনো না কোনোভাবে তারা দুর্নীতি, লুটপাট ও স্বজনপ্রীতির মাধ্যমে দেশের ক্ষতি করেছে। এই দুর্নীতিই আজ আমাদের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা। দেশের উন্নতি চাইলে দুর্নীতিকে না বলতে হবে।”
তিনি আরও বলেন, “৫ আগস্টের পর বাংলাদেশের জনগণ নতুন একটি অধ্যায়ে প্রবেশ করেছে। এখন সময় এসেছে নতুন বাংলাদেশ গড়ার। এই বাংলাদেশে কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী বা দুর্নীতিবাজের জায়গা হবে না। যারা দুর্নীতিতে জড়িত, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।”
জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান আরও বলেন, “দেশে অব্যবস্থা, লুটপাট ও দুর্নীতির রাজনীতি বন্ধ করতে সক্ষম একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশের অর্থনীতি আজ কঠিন সময় পার করছে। তাই গণতন্ত্র, বাকস্বাধীনতা ও প্রকৃত উন্নয়ন চাইলে জনগণকে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে।”
তিনি বলেন, “আমরা চাই একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র, যেখানে নেতৃত্ব আসবে সততা ও জনগণের আস্থার ভিত্তিতে। দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে সৎ ও দেশপ্রেমিক মানুষের হাতে—যারা দেশকে ভালোবাসে এবং জনগণের অধিকারকে শ্রদ্ধা করে।”
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার নায়েবে আমির মাওলানা আব্দুর রব ও জেলা সেক্রেটারি জহিরুল হক।
এছাড়া বক্তব্য রাখেন—পিরোজপুর জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ইমরান হোসেন, সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান, উপজেলা সেক্রেটারি মো. আরিফ বিল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আল আমিন ফকির ও শিকদার মল্লিক ইউনিয়ন আমির মাওলানা আব্দুর রব।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: