ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় চার্জশিটভুক্ত আসামি সিয়াম হাসানকে (২৬) গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির ডিবি তেজগাঁও টিম ২০১৮ সালে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় চার্জশিটভুক্ত আসামি মো. সিয়াম হাসানকে গ্রেফতার করেছে। মোহাম্মদপুর তাজমহল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সিয়াম হাসান সদ্য ছাত্র-জনতা অভ্যুত্থানকালীন হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।
এসআর
মন্তব্য করুন: