[email protected] মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
৫ কার্তিক ১৪৩২

সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫ ৬:২৩ পিএম

সংগৃহীত ছবি

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ২৯ বছর পর তার মৃত্যু নিয়ে হত্যা মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে ঢাকার রমনা থানার ওসিকে (ভারপ্রাপ্ত কর্মকর্তা) পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন আবেদন মঞ্জুর করে এ নির্দেশ দেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মারা যান সালমান শাহ। প্রথমে তার স্ত্রী সামিরা হক মৃত্যুটিকে ‘আত্মহত্যা’ বলে দাবি করলেও পরিবার বিষয়টি মেনে নেয়নি। পরের বছর ১৯৯৭ সালের ২৪ জুলাই সালমানের বাবা কমর উদ্দিন আহমদ চৌধুরী ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগে মামলা করেন।

এরপর থেকে একের পর এক সংস্থা ঘটনাটি তদন্ত করে আত্মহত্যা বা অপমৃত্যু বলে প্রতিবেদন দেয়। ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি পিবিআইও একই ধরনের প্রতিবেদন জমা দেয়, যা ২০২১ সালের ৩১ অক্টোবর আদালত গ্রহণ করে মামলাটি নিষ্পত্তি করেন।

তবে ২০২২ সালের জুনে সালমান শাহের মা নীলা চৌধুরী সেই আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন করেন। তার অভিযোগ, একাধিক প্রভাবশালী ব্যক্তির প্রভাবে হত্যাকাণ্ডকে ধামাচাপা দিয়ে আত্মহত্যা হিসেবে উপস্থাপন করা হয়েছে।

আদালত আজকের রায়ে সেই রিভিশন মঞ্জুর করে নতুন করে তদন্তের নির্দেশ দেন।

উল্লেখ্য, সালমান শাহর প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করে তিনি স্বল্প সময়েই বাংলা চলচ্চিত্রে শীর্ষ নায়কে পরিণত হন। চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে তার জুটি বাংলা সিনেমায় এক যুগান্তকারী জনপ্রিয়তা পায়।

তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছিল ‘বুকের ভেতর আগুন’। মৃত্যুর প্রায় তিন দশক পরও তার মৃত্যু রহস্যের সুরাহা হয়নি।


চাইলে আমি এটাকে অনলাইন প্রকাশনার উপযোগী করে (যেমন নিউজপোর্টাল স্টাইল — 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর