[email protected] রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২

এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয় : ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫ ১২:৫৯ পিএম

সংগৃহীত ছবি

সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় ‘শাপলা’ না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ওই প্রতীক দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

রোববার (১৯ অক্টোবর) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইনে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ইসি আনোয়ারুল বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অতীতের মতো বিতর্কিত নির্বাচন এবার হবে না।”

তিনি আরও বলেন, নির্বাচনী দায়িত্বে বিতর্কিত কেউ থাকতে পারবেন না। একই সঙ্গে পুলিশকে উদ্দেশ করে বলেন, “বর্তমান পরিস্থিতিতে কেউ এককভাবে বলতে পারবে না যে আমাদের কোনো কলঙ্ক নেই। অতীতের দাগ সব বিভাগেই আছে। তাই আস্থা ও সমন্বয়ের সংকট দূর করতে হবে।”

নির্বাচন কমিশন কারও পক্ষপাতিত্ব বরদাশত করবে না উল্লেখ করে আনোয়ারুল ইসলাম বলেন, “আমাদের একটাই লক্ষ্য— একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।

এজন্য সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর