জামিন পাওয়ার পর আদেশ কারাগারে পৌঁছাতে বিলম্ব হওয়ায় বন্দিদের যে দুর্ভোগ পোহাতে হয়, তা দূর করতে নতুন উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।
এবার এক ক্লিকেই আদালতের জামিন আদেশ সরাসরি কারাগারে পৌঁছে যাবে বলে জানিয়েছেন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আগে আদালত থেকে কারাগারে জামিন আদেশ পৌঁছাতে ১২টি ধাপ অতিক্রম করতে হতো।
এখন সেই প্রক্রিয়া অনলাইনভিত্তিক করা হচ্ছে। এক ক্লিকেই বেইল বন্ড বা জামিন আদেশ সরাসরি কারাগারে চলে যাবে।”
ড. আসিফ নজরুল জানান, প্রকল্পটি পাইলট আকারে চালু করা হচ্ছে। এতে আসামির মুক্তির প্রক্রিয়া সহজ ও দ্রুত হবে। পাশাপাশি ঘুষ-দুর্নীতি ও হয়রানির সুযোগও কমে যাবে।
সরকারি অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “এটি সম্পূর্ণ আমাদের নিজস্ব অর্থায়নে করা হচ্ছে, কোনো বিদেশি সহায়তা লাগেনি।”
তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদেই বিচার বিভাগের পৃথক সচিবালয় গঠন করা হবে। পাশাপাশি ‘বিচার বিভাগ সচিবালয় আইন’, ‘গুম প্রতিরোধ আইন’, ‘দুদক আইন’ ও ‘মানবাধিকার আইন’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের আর্থিক সক্ষমতার প্রসঙ্গ টেনে আইন উপদেষ্টা বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংকে আমাদের ১,৬০০ কোটি টাকা এবং রেজিস্ট্রি অফিসে ১,৫০০ কোটি টাকা জমা রয়েছে। নিজেদের অর্থেই আমরা অনেক ভালো কাজ করতে পারি।
এসআর
মন্তব্য করুন: