দেশে সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, এবং ভবিষ্যতে আরও উন্নতি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে বৌদ্ধ ধর্মের কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে এনসিপি নেতা নাহিদের বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “আপনার প্রশ্ন আপনি করতে পারেন, যার যার প্রশ্ন সে করতে পারে।” এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে চাননি।
দুর্গাপূজা চলাকালীন অসুরের প্রতিমার মুখে দাড়ি সংযোজনের ঘটনার বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ৭০০-এর বেশি ব্যক্তির বিরুদ্ধে এ ঘটনায় জিডি করা হয়েছে। তাদের আইনের আওতায় আনতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। খুব শিগগিরই দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
বৌদ্ধ ধর্মের শিক্ষা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বৌদ্ধ ধর্মের মূলনীতি অহিংসা, সাম্য, মৈত্রী ও প্রীতির বন্ধনে সমাজে শান্তি প্রতিষ্ঠা করে। বুদ্ধের পঞ্চশীল মানবতাবাদী ও সার্বজনীন নীতিমালা, যা সুনীতিপরায়ণ জীবন গঠনে সহায়ক।”
তিনি আশা প্রকাশ করেন, “এই গুণাবলি চর্চার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে অন্যায়, অবিচার, অপরাধ ও দুর্নীতি হ্রাস পাবে।”
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অঙ্গীকারবদ্ধ।
আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসআর
মন্তব্য করুন: