সরকার সাইবার সুরক্ষা অধ্যাদেশ আবারও সংশোধন করতে যাচ্ছে।
নতুন সংশোধনের মাধ্যমে ইতোমধ্যে বাতিল হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) অধীনে দায়ের করা সব মামলা বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে।
এর ফলে ওই আইনে সাজাপ্রাপ্ত ও অভিযুক্ত সবাই দায়মুক্তি পাবেন, আর তদন্তাধীন মামলাগুলোও বাতিল হবে।
শুক্রবার দুপুরে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি লেখেন,
“গতকাল উপদেষ্টা পরিষদের সভায় ২০১৮ সালের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে দায়ের হওয়া সব মামলা (স্পিচ অফেন্স) বাতিল করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে ওই আইনে সাজাপ্রাপ্ত ও মামলায় অভিযুক্ত সবাই মামলার দায় থেকে মুক্তি পাচ্ছেন।”
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর ৫০ ধারা সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
এ ছাড়া সভায় মোট ১১টি অধ্যাদেশ ও তিনটি প্রস্তাব অনুমোদন পায় বলে জানা গেছে।
এসআর
মন্তব্য করুন: