আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুমের দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ মোট ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুমের দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ মোট ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
এই পরোয়ানাগুলো ইতোমধ্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং সংশ্লিষ্ট ১২টি সরকারি দপ্তরে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বুধবার (৮ অক্টোবর) ট্রাইব্যুনাল–১ গুম সংক্রান্ত দুটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বুধবারই গ্রেপ্তারি পরোয়ানাগুলো সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। তিনি শুনানিতে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে ভিন্ন মতের রাজনীতিক, সাংবাদিক, লেখক ও সাংস্কৃতিক কর্মীদের গোপনে তুলে নেওয়া এবং নির্যাতনের অভিযোগ তুলে ধরেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগগুলো আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
দুটি মামলার প্রত্যেকটিতে পাঁচটি করে অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে টিএফআই সেল গুম মামলায় ১৭ জন এবং জেআইসি সেল গুম মামলায় ১৩ জনকে আসামি করা হয়েছে।
প্রথম মামলায় শেখ হাসিনার সঙ্গে আরও রয়েছেন—সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র্যাবের সাবেক মহাপরিচালক এম খুরশিদ হোসেন, ডিজিএফআইয়ের একাধিক সাবেক কর্মকর্তা ও সামরিক কর্মকর্তারা।
দ্বিতীয় মামলায় শেখ হাসিনার পাশাপাশি আসামি করা হয়েছে সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা, ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের।
চিফ প্রসিকিউটর জানান, আনুষ্ঠানিক অভিযোগ গৃহীত হওয়ায় আসামিদের অনেকেই আইন অনুযায়ী আর সরকারি দায়িত্বে কর্মরত হিসেবে বিবেচিত হবেন না।
এসআর
মন্তব্য করুন: