রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
এই তদন্ত কার্যক্রমের জন্য একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে গত ৫ অক্টোবর তিনি তদন্ত শুরুর ইঙ্গিত দিয়েছিলেন। তারও আগে, গত ২ অক্টোবর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগপত্রে বলা হয়, আওয়ামী লীগসহ ১৪টি রাজনৈতিক দলকে গণহত্যার সরাসরি নির্দেশদাতা হিসেবে দায়ী করা হয়েছে। এতে দায়ী ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরুর জন্য বিস্তারিত তদন্তের আহ্বান জানানো হয়।
এদিকে, সোমবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “এ সপ্তাহের মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে। আজ এ বিষয়ে বিস্তারিত বলতে চাই না।”
এসআর
মন্তব্য করুন: