নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তাবিত ৫০টি প্রতীক থেকে কোনোটি গ্রহণ না করে নিজেদের আগের দাবিতেই অনড় রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলটি জানিয়েছে, তারা ‘শাপলা’ প্রতীকেই নির্বাচন করতে চায়।
ইসির পক্ষ থেকে এনসিপিকে প্রস্তাবিত ৫০টি প্রতীক থেকে একটি বেছে নিতে আগামী ৭ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তবে দলটি সেই তালিকা থেকে কোনো প্রতীক গ্রহণে রাজি হয়নি।
এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার (৭ অক্টোবর) দলের পক্ষ থেকে পুনরায় ‘শাপলা’ প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে।
দলটির দাবি, ‘শাপলা’ প্রতীক তাদের রাজনৈতিক ইতিহাস ও পরিচয়ের প্রতীক হিসেবেই প্রতিষ্ঠিত, তাই অন্য কোনো প্রতীক গ্রহণের প্রশ্নই আসে না।
এসআর
মন্তব্য করুন: