বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সেনাপ্রধানের বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।
এটি সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ও অসত্য অপপ্রচার বলে জানিয়েছে সেনাবাহিনী।
সোমবার (৬ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান কার্যক্রমে সেনাবাহিনীর কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার উপায় নিয়ে আয়োজিত এক গবেষণা প্রতিবেদন উপস্থাপনা (স্টাডি পিরিয়ড) অনুষ্ঠানে সেনাপ্রধান উপস্থিত ছিলেন। সেখানে সেনা সদস্যদের আইন অনুযায়ী দায়িত্ব পালনের চ্যালেঞ্জ ও পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়গুলো আলোচনা করা হয়।
আইএসপিআর জানায়, অনুষ্ঠানে ‘In Aid to Civil Power’ হিসেবে মাঠে দায়িত্ব পালনকারী সেনা সদস্যদের আইনি দায়মুক্তি (Indemnity) প্রসঙ্গে আলোচনা হয়।
সেনাপ্রধান আলোচনার অংশ হিসেবে দণ্ডবিধির ধারা ১৩২ (CrPc 132) অনুযায়ী প্রদত্ত দায়মুক্তি ও International Crimes (Tribunals) Act, 1973 (সংশোধিত ২০২৪)-এর সঙ্গে এর সাংঘর্ষিক অবস্থান নিয়ে আইনি দৃষ্টিকোণ থেকে বক্তব্য দেন।
বিবৃতিতে আরও বলা হয়, সরকারি নির্দেশে মাঠে দায়িত্ব পালনকারী সেনাসদস্যরা প্রযোজ্য আইন অনুযায়ী জননিরাপত্তা রক্ষায় কাজ করেন।
এ সময় তাদের আইনি সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি সেনাবাহিনীর পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।
আইএসপিআর জোর দিয়ে বলেছে, সেনাপ্রধানের বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। এ ধরনের অপপ্রচারে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: