স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এ বছর দুর্গাপূজাকে কেন্দ্র করে পাহাড়ে ষড়যন্ত্রের চেষ্টা হয়েছিল।
তবে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতা ও স্থানীয়দের সহযোগিতায় সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে।
বুধবার (১ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জের সুখবাসপুর ও সিরাজদিখান উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, পাহাড়ে একজনকে ষড়যন্ত্রমূলকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছিল। পরে তদন্তে দেখা যায়, তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। স্থানীয় চিকিৎসক পরীক্ষার পরও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রমাণ পাওয়া যায়নি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “এবারের পূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপিত হচ্ছে। প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা প্রশংসনীয়।”
তিনি জানান, পূজা অস্থিতিশীল করার পেছনে দেশের ভেতরে থাকা কিছু সন্ত্রাসী এবং বাইরের ইন্ধন কাজ করছে। তবে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের অপচেষ্টা মোকাবিলা করতে সক্ষম।
এ সময় জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: