আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশাল নগরীর শঙ্কর মঠ পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আসিফ নজরুল বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। তাই এখনই নয়, নির্বাচন পরবর্তী সময়েও নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই।”
তিনি আরও বলেন, দেশের সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করছেন।
সরকারের সতর্ক অবস্থানের কারণেই অপশক্তির ষড়যন্ত্র সফল হয়নি। পাহাড়ি অঞ্চলে অশান্তি সৃষ্টির চেষ্টা যাঁরা করছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
আইন উপদেষ্টা বলেন, “কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ হলে তা স্থায়ী না অস্থায়ী— এ ধরনের প্রশ্ন ওঠে। কিন্তু আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নেই বলেই আমি মনে করি।”
তিনি আরও উল্লেখ করেন, সংবিধান সংস্কারের জন্য রাজনৈতিক দলের অংশগ্রহণ প্রয়োজন।
তবে সাধারণ অধ্যাদেশ ও সরকারি উদ্যোগে যেগুলো সম্ভব, তা ইতোমধ্যে করা হয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই হবে জানিয়ে আসিফ নজরুল বলেন, নির্বাচন দিয়েই অন্তর্বর্তী সরকার সরে যেতে চায়।
এসআর
মন্তব্য করুন: