[email protected] মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
১৫ আশ্বিন ১৪৩২

নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ : ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ৬:৪১ পিএম

সংগৃহীত ছবি

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা দলগুলোর মধ্যে দুটি দল নির্বাচন কমিশনের (ইসি) শর্ত পূরণ করেছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, দুটি দলের বিষয়ে শিগগিরই গণবিজ্ঞপ্তি জারি করা হবে। তবে নিবন্ধনের চূড়ান্ত বিজ্ঞপ্তি পরে প্রকাশ করা হবে।

তিনি বলেন, “মোট ১৪৩টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠপর্যায়ে যাচাই করা হয়েছে।

যাচাই-বাছাই শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগকে প্রাথমিকভাবে যোগ্য মনে হয়েছে। এনসিপিকে প্রতীক সংক্রান্ত একটি চিঠি প্রদান করা হবে।”

এসময় তিনি আরও জানান, যাচাইয়ে ১২টি দলের বিষয়ে আরও বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করা হবে। আর ৭টি দলের আবেদন সরাসরি নামঞ্জুর করা হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর