[email protected] সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
১৪ আশ্বিন ১৪৩২

আড়ংকে শপিং ব্যাগের মূল্য বন্ধে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৪:০৯ পিএম

সংগৃহীত ছবি

কাগজের শপিং ব্যাগের জন্য আলাদা মূল্য নেওয়া বন্ধ করতে ফ্যাশন ব্র্যান্ড আড়ংকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিশাত ফারজানা এ নোটিশ পাঠান।

অ্যাডভোকেট নিশাত ফারজানা জানান, তিনি আড়ংয়ের নিয়মিত গ্রাহক। আগে কেনাকাটার সঙ্গে আড়ংয়ের লোগোসংবলিত কাগজের ব্যাগ ফ্রি দেওয়া হলেও এখন তা আলাদা মূল্যে কিনতে হচ্ছে। আড়ং কর্তৃপক্ষ বলছে, এ ব্যাগ বিক্রির অর্থ গাছ লাগানোর মতো পরিবেশবান্ধব প্রকল্পে ব্যয় করা হবে। তবে আইনজীবীর মতে, নিম্নমানের কাগজের ব্যাগের জন্য গ্রাহকদের কাছ থেকে মূল্য নেওয়া ‘অযৌক্তিক ও জোরপূর্বক আদায়’।

নোটিশে বলা হয়, আড়ংয়ের ব্যাগগুলোর মান টেকসই নয়; ব্যবহার শেষে দ্রুত নষ্ট হয়ে যায়। তাছাড়া ব্যাগে আড়ংয়ের লোগো ব্যবহার থাকায় গ্রাহক টাকা দিয়ে কিনলেও প্রতিষ্ঠানটির প্রচারণাই বেশি হয়। এছাড়া নতুন চালু হওয়া Reusable Fabric Bag–গুলোর দাম অতিরিক্ত এবং ছোট সাইজ হওয়ায় একাধিক পণ্য কিনতে হলে গ্রাহককে একাধিক ব্যাগ কিনতে হচ্ছে। যা সাধারণ গ্রাহকদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে।

অ্যাডভোকেট নিশাত ফারজানা মনে করেন, পরিবেশবান্ধব উদ্যোগ প্রতিষ্ঠানটির নিজস্ব মুনাফা থেকে নেওয়া উচিত ছিল। গ্রাহকের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করে তা ন্যায্যতা দেওয়া প্রতারণা ও অস্বচ্ছ ব্যবসায়িক মানসিকতার পরিচায়ক।

নোটিশে আরও উল্লেখ করা হয়, আগামী ১০ দিনের মধ্যে ব্যাগের বিপরীতে অতিরিক্ত মূল্য নেওয়া বন্ধ না করলে আড়ংয়ের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর