স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ফ্যাসিস্টদের সহযোগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করতে পারে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে—এ নিয়ে কোনো শঙ্কা নেই। তবে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টদের সহযোগীরা ভুয়া তথ্য ছড়ানোর চেষ্টা করতে পারে। এ বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “সশস্ত্র বাহিনীর এক লাখ সদস্য, পুলিশের ৭০ হাজার সদস্য এবং ৪৩০ প্লাটুন মোতায়েন থাকবে।
বিজিবি ও অন্যান্য বাহিনীও এ কার্যক্রমে অংশ নেবে। পাশাপাশি মহিলা ও শিশু মন্ত্রণালয় থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি সতর্ক করে বলেন, কেউ গুজব ছড়ালে বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
জাতীয় নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র সফরে থাকাকালেও ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের কথা উল্লেখ করেছেন। মন্ত্রণালয় সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।
এ সময় তিনি জানান, খাগড়াছড়ির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ইতোমধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক করেছেন।
এসআর
মন্তব্য করুন: