[email protected] রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
১২ আশ্বিন ১৪৩২

৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিচ্ছে ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪১ এএম

সংগৃহীত ছবি

নির্বাচন কমিশন (ইসি) ৭৩টি বেসরকারি সংস্থাকে প্রাথমিকভাবে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন দিচ্ছে।

এ সংক্রান্ত তালিকা প্রকাশ করে শনিবার (২৭ সেপ্টেম্বর) গণবিজ্ঞপ্তি জারি করেছে ইসি সচিবালয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসব প্রতিষ্ঠানের বিষয়ে কারও কোনো দাবি, আপত্তি বা অভিযোগ থাকলে তা লিখিতভাবে আগামী ২০ অক্টোবরের মধ্যে সিনিয়র সচিব, ইসি সচিবালয়, আগারগাঁও, ঢাকা বরাবর জমা দিতে হবে।

আপত্তির স্বপক্ষে প্রমাণাদিসহ আবেদনকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখ করে ছয় কপি দাখিল করতে হবে।

ইসি জানিয়েছে, প্রাপ্ত আপত্তির শুনানি শেষে গ্রহণ বা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে এবং এ সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য পর্যবেক্ষক সংস্থার সম্পূর্ণ তালিকা ইসির ওয়েবসাইটে পাওয়া যাবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর