[email protected] শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
১১ আশ্বিন ১৪৩২

পিআর ও প্রতীক জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৩:৩৬ পিএম

সংগৃহীত ছবি

পিআর পদ্ধতির (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) দাবি ও একটি রাজনৈতিক দলের প্রতীক সংক্রান্ত জটিলতা নির্বাচন আয়োজনে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জে এক কর্মশালা শেষে তিনি বলেন, “নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান।

বিদ্যমান আইন মেনেই সব কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং হবে। কমিশন আইনের বাইরে কোনো কাজ করতে পারে না।”

তিনি আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অনিয়মে জড়িতদের এবার নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ ও পুলিশ সুপার রেজাউল করিম। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর