প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সংখ্যানুপাতিক বা আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা (পিআর পদ্ধতি) সংবিধান কিংবা গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) নেই।
তাই বর্তমান আইনি কাঠামোর বাইরে গিয়ে এ ব্যবস্থা চালুর সুযোগ কমিশনের নেই।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, যদি পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হয়, তবে আরপিও পরিবর্তন করতে হবে। আর আরপিও পরিবর্তন করলে সংবিধানও সংশোধন করতে হবে। আইন পরিবর্তন করা আমাদের এখতিয়ারে নেই।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো যদি এ বিষয়ে ঐকমত্যে পৌঁছায়, তবে সরকার চাইলে আইন পরিবর্তন করতে পারে। তবে সংবিধান ও আরপিও পরিবর্তন না হলে বর্তমান ব্যবস্থাতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসআর
মন্তব্য করুন: