[email protected] বৃহঃস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
১০ আশ্বিন ১৪৩২

মানবতাবিরোধী অপরাধে ইনুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১:২৭ পিএম

সংগৃহীত ছবি

কুষ্টিয়ায় গত বছর জুলাই-আগস্টের আন্দোলন চলাকালে সাতজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে প্রসিকিউশন

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ প্রতিবেদন জমা দেওয়া হয়।

তদন্ত সংস্থা ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ এনেছে। প্রসিকিউশনের দাবি, তার বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

এর আগে মামলায় ইনুকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে বিভিন্ন মামলায় তিনি কারাগারে রয়েছেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর